设为首页 - 加入收藏  
您的当前位置:首页 >बुद्ध पूर्णिमा 2023 >Suryakumar Yadav: বাংলাদেশের ১১ জনের মিলিত ছক্কার বেশি একাই মারলেন সূর্য 正文

Suryakumar Yadav: বাংলাদেশের ১১ জনের মিলিত ছক্কার বেশি একাই মারলেন সূর্য

来源:नागालैंड इलेक्शन 2023编辑:बुद्ध पूर्णिमा 2023时间:2023-09-18 13:46:02
টি২০ মানেই চার-ছক্কার খেলা। আর ক্রিকেটের এই সবচেয়ে ছোট ফরম্যাটে বারবার নিজেকে প্রমাণ করছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। শুধু প্রচুর রান করা নয়,বাংলাদেশের১১জনেরমিলিতছক্কারবেশিএকাইমারলেনসূর্য এই বছরে সবচেয়ে বেশি ছক্কা মারার দিক থেকে এক নম্বরে রয়েছেন সূর্যকুমার। ২২টি ম্যাচে ৫০টি ছক্কা মেরেছেন ভারতের মিডল অর্ডার ব্যাটার।আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে (T20I) এ বছর ছক্কা মারার নিরিখে দুই নম্বরে টনি উরা (১২ ম্যাচে ৩৯টি), তিন নম্বরে ওয়াসিম (১৩ ম্যাচে ৩৮টি), চার নম্বরে রোভম্যান পাওয়েল। (১৭ ম্যাচে ৩৬টি) উইকেট পেয়েছেন তিনি পাঁচে ইকবাল হোসেন (১২ ম্যাচে ৩৪টি), ছয়ে কেসি ডি’সউজা (১৭ ম্যাচে ৩১টি) সাত নম্বরে নিকোলাস পুরান। ১৮টি ম্যাচে ৩১টি ছক্কা মেরেছেন তিনি। ও আটে ডানবার (১১ ম্যাচে ২৯টি)।টি–টোয়েন্টি আন্তর্জাতিকে এক বছরে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড ছিল মহম্মদ রিজওয়ানের (৪২) (Mohammad Rizwan)। তাঁকে পেছনে ফেলেছেন সূর্যকুমার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে (Infdia vs South Africa) ২২ বলে ৬১ রানের ইনিংসে ৫ ছক্কাকে মেরের রেকর্ড গড়েন সূর্য। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে রেকর্ডটিকে আরও ভাল জায়গায় নিয়ে যান সূর্য। মোট ৫০টি ছক্কা মেরে বড় রেকর্ড গড়ে ফেলেন ভারতের মিডল অর্ডার ব্যাটার।ছক্কা মারার দিক থেকে দল হিসেবে অস্ট্রেলিয়ার সমান সূর্য। ৫০টি ছক্কা মেরেছে অস্ট্রেলিয়াও। দল হিসেবে শীর্ষে রয়েছে টিম ইন্ডিয়া। এই বছরে মোট ২২৯টি ছক্কা মেরেছে ভারতীয় দল। দুই নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। যদিও অকেকটাই পেছনে তারা। ১৪৭টি ছক্কা মেরেছে তারা। ১২৬টি ছক্কা মেরে তিন নম্বরে ইংল্যান্ড দল। এরা সকলেই সূর্যের চেয়ে অনেক এগিয়ে। তবে জিম্বাবোয়ে (৬৮ ছক্কা), পাকিস্তান (৭৫ ছক্কা), শ্রীলঙ্কা (৭৮ ছক্কা), দক্ষিণ আফ্রিকা (৭৯ ছক্কা) এবং নিউজিল্যান্ড (৮৮ ছক্কা)। যে ফর্মে রয়েছেন সূর্য তাতে এই পাঁচ দলকে সহজেই পেছনে ফেলে দিতে পারেন তিনি।

相关文章:

相关推荐:

热门文章

0.4527s , 11058.4453125 kb

Copyright © 2023 Powered by Suryakumar Yadav: বাংলাদেশের ১১ জনের মিলিত ছক্কার বেশি একাই মারলেন সূর্য,नागालैंड इलेक्शन 2023  

sitemap

Top